বিচার না পেলে কর্মবিরতি চলবে”—বান্দরবান প্রেস ক্লাব

সাংবাদিকদের উপর হামলা-গ্রেফতারের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন, কর্মবিরতির ঘোষণা।

বান্দরবান প্রতি‌নি‌ধি: সারাদেশে সাংবাদিকদের উপর চলমান হামলা ও গ্রেফতারের প্রতিবাদে বান্দরবানের কর্মরত সাংবাদিকবৃন্দ আজ মানববন্ধন করেছে। বিচার, নিরাপত্তা এবং অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে প্রেস ক্লাব চত্বরে।

দাবি না মানলে সকল সাংবাদিক কর্ম বিরতি অব্যাহত রাখার ঘোষণাও দেওয়া হয়েছে। যমুনা টিভির চট্টগ্রাম ব্যুরো রিপোর্টার জোবাইয়াদ শাহাদাতসহ টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদের উপর হামলা ও গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এই প্রতিবাদ জমায়েত হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা স্লোগান দিয়ে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

এছাড়া, সংবাদ সম্মেলনেও এই ঘটনার নিন্দা করে বিস্তারিত বক্তব্য পেশ করা হয়েছে।

বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু বক্তব্যে বলেন, “সাংবাদিক সমাজের উপর হামলা ও গ্রেফতারের ঘটনা অগ্রহণীয়। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার না করলে আমরা সকলে কর্ম বিরতি করব। সাংবাদিকদের নিরাপত্তা ও বিচারের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।”

সাবেক সফল সম্পাদক মিনারুল হক বলেন, “এই হামলাগুলো সাংবাদিকতার স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে। সরকারের কাছে আমরা দৃঢ় দাবি জানাচ্ছি, যাতে এমন ঘটনা আর না ঘটে।” ভারপ্রাপ্ত সম্পাদক এনে জাকির, এআইএম সম্রাট, অসীম রায় (অশ্বিনী), সুফল চার্কমা, নজরুল ইসলাম টিটু, বুদ্ধজ্যোতি চার্কমাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য পেশ করেন।

মানববন্ধনে অংশ নিয়েছেন প্রায় শতাধিক সাংবাদিক। তারা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ‘সাংবাদিক হামলা বন্ধ করো’, ‘গ্রেফতার করো অভিযুক্তদের’ এবং ‘সাংবাদিক নিরাপত্তা দাও’ স্লোগান দিয়েছেন। এই কর্মসূচির মাধ্যমে সাংবাদিক সমাজ সারাদেশের সহযোগী সংগঠনগুলোর প্রতি সংহতির বার্তাও পাঠিয়েছে।

অসীম রায় (অশ্বিনী) বলেন, “এই আন্দোলন শুধু বান্দরবানের নয়, সারাদেশের সাংবাদিক সমাজের। আমরা সকলে একত্রিত হয়ে এই দাবি আদায় করব।”

এই ঘটনার প্রেক্ষাপটে বান্দরবান প্রেস ক্লাবের সদস্যরা স্থানীয় প্রশাসনের কাছে মিটিংয়ের অনুরোধ জানিয়েছে। সাংবাদিক নিরাপত্তা নিয়ে এই প্রতিবাদ দেশব্যাপী ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।