প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সামনে স্বতন্ত্র চ্যালেঞ্জ
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী-৬ (বাঘা ও চারঘাট) আসনে জমে উঠেছে নির্বাচনি প্রচার। এ আসনে নৌকার প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির মূল প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি রাহেনুল হক রায়হান।
স্বতন্ত্র প্রার্থীও আওয়ামী লীগ নেতা হওয়ায় নৌকা প্রতীক পেয়েও নিজ দলের পূর্ণ সমর্থন পাচ্ছেন না শাহরিয়ার আলম। তাই এবার নৌকাকে বিজয়ী করতে তাকে মোকাবিলা করতে হবে স্বতন্ত্র চ্যালেঞ্জ।
জানা গেছে, রাজশাহী-৬ আসনে হেভিওয়েট প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। ২০০৮, ২০১৪ ও ২০১৮ নির্বাচনেও নৌকা প্রতীকে জয় পেয়েছেন তিনি। তবে তার বিপক্ষে এবার স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা রাহেনুল হক রায়হান। এ আসনে ১৯৯৯ উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে নির্বাচিত হন তিনি।
স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের একাংশের দাবি, শাহরিয়ার আলম দীর্ঘ সময় মন্ত্রী ও এমপি থাকলেও দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করেননি। এ কারণে দলের একটি বড় অংশের নেতাকর্মীরা তার বিরুদ্ধে মাঠে নেমেছেন। ফলে এ নির্বাচনে শাহরিয়ারের সঙ্গে রাহেনুলের শক্ত লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
তারা দুইজন ছাড়াও এ আসন থেকে নির্বাচনে লড়ছেন, জাতীয় পার্টির প্রার্থী শামসুদ্দিন রিন্টু (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির মহসিন আলী (আম), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের বিএনএম অধ্যক্ষ আবদুস সামাদ (নোঙ্গর), জাতীয় সমাজতান্ত্রিক দলের জুলফিকার মান্নান জামী (মশাল)।