গ্যাসের বেলুন বি’স্ফোরণে ৬ জন গুরুতর দ’গ্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কলিপুর এলাকায় গ্যাসের বেলুন বিস্ফোরণে ৬ জন গুরুতর দগ্ধ হয়েছেন। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, গোদাগাড়ী থেকে আমনুরাগামী একটি অটো রিকশার পেছনে প্রায় ৪০টি গ্যাসের বেলুন বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে কলিপুর এলাকায় পৌঁছালে হঠাৎ করে বেলুনগুলো বিস্ফোরিত হয়। এতে বিকট শব্দের সঙ্গে অটোরিকশার ৬ জন যাত্রী দগ্ধ হন।

আহতদের চিৎকার শুনে আশেপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতলে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার গুরুতরতা দেখা দিলে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা এখনও আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয়রা দুর্ঘটনার কারণ হিসেবে বলছেন, অটোতে অতিরিক্ত গ্যাসের বেলুন বহন করা ও নিরাপত্তা ব্যবস্থার অভাব এ ধরনের দুর্ঘটনার মূল কারণ হতে পারে।