বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির সময় ২ দিন বাড়ল
টুইট ডেস্ক: বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) নির্বাচনের আগে দ্বাদশ জাতীয় সংসদের ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির সময় ২ দিন বাড়ালো।
আজ (বৃহস্পতিবার) দুপুরে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, কর্মসূচির সময় বাড়ানোর তথ্যটি জানায়।
রিজভী বলেন, ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপির তিনদিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির শেষ দিন ছিল আজ বৃহস্পতিবার।’
গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির সময় বাড়ানো হয়েছে। ‘এটি আগামী শুক্রবার ও শনিবার পর্যন্ত চলবে।’