রাজশাহী রেলভবনে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক: রেল লাইনের পাথরসহ বিভিন্ন সরঞ্জাম কেনাকাটায় সরকারের প্রায় ৪ কোটি টাকার ক্ষতির অভিযোগে রাজশাহীর পশ্চিমাঞ্চল রেলভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৮ অক্টোবর) দুপুর ১টার দিকে দুদকের রাজশাহী জেলা কার্যালয়ের একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযোগ রয়েছে-অতিরিক্ত ব্যয় দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের মাধ্যমে বড় ধরনের অনিয়ম করা হয়েছে।

দুদকের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে রেলের পূর্ব, পশ্চিমাঞ্চল ও কেন্দ্রীয় সদর দপ্তরে রেল লাইনের পাথর, ট্রেন মেরামতের যন্ত্রাংশ, পরিষ্কার-পরিচ্ছন্নতার সরঞ্জাম, প্রিন্টার, ওয়াকিটকির ব্যাটারি, টিভি, কাপড়, ফ্লোর ম্যাট ও কাগজসহ নানা পণ্য কেনা হয়।

পরে অডিটে দেখা যায়, এসব কেনাকাটায় বাজারমূল্যের তুলনায় ৩ কোটি ৯২ লাখ ২৯ হাজার টাকা বেশি দেখানো হয়েছে, যা রাষ্ট্রীয় অর্থের বড় ধরনের অপচয়।

দুদকের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, “২০২১ সালের ওই অডিট আপত্তি এখনও নিষ্পত্তি হয়নি। অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি। অভিযান চালিয়ে সংশ্লিষ্ট সব নথিপত্র ও তথ্য সংগ্রহ করা হয়েছে। অনিয়মের প্রমাণ পেলে কেন্দ্রীয় দপ্তরে নিয়মিত মামলার সুপারিশ পাঠানো হবে।

অভিযানের সময় পশ্চিমাঞ্চল রেলভবনের মহাব্যবস্থাপকসহ কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন না। ফলে রেল বিভাগের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।