মাদকাসক্ত বা হেলমেট ছাড়া চালক রুখবে ‘হেলমেট জাদু’

নিজস্ব প্রতিবেদক : প্রযুক্তির দুনিয়ায় নতুন চমক এনেছেন রাজশাহীর এক স্কুলছাত্র নাফিস। সড়ক দুর্ঘটনা কমাতে তিনি তৈরি করেছেন অভিনব এক স্মার্ট হেলমেট সিস্টেম, যার নাম দিয়েছেন ‘হেলমেট জাদু’।
এই বিশেষ প্রযুক্তির মাধ্যমে হেলমেট না পরলে মোটরসাইকেল স্টার্টই নেবে না। শুধু তাই নয়- চালক যদি মাদকাসক্ত অবস্থায় থাকে, সেন্সর তা শনাক্ত করে বাইক চালু হওয়া বন্ধ করে দেবে। ফলে দুর্ঘটনা রোধে এটি হতে পারে কার্যকর ও যুগোপযোগী একটি সমাধান।
নাফিস জানান, হেলমেট না পরা ও মাদকাসক্ত চালকদের বেপরোয়া চালানোয় সড়কে দুর্ঘটনার হার দিন দিন বাড়ছে। এই সমস্যা সমাধানের লক্ষ্য নিয়েই সে দীর্ঘদিন ধরে চিন্তা-ভাবনা করে প্রযুক্তিটি তৈরি করেছেন। নিজের চেষ্টা ও মেধা দিয়ে বানানো এই সিস্টেম ইতোমধ্যে অনেকের দৃষ্টি কেড়েছে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এ ধরনের উদ্ভাবন ভবিষ্যতে সড়ক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর নাফিসের এই সাফল্য দেখিয়ে দিচ্ছে ইচ্ছা আর সৃজনশীলতাই পারে বড় পরিবর্তনের পথ দেখাতে।







