তানোরে পুজামণ্ডপ পরিদর্শনে বিএনপি মনোনয়নপ্রত্যাশী কেএম জুয়েল

নিজস্ব প্রতিবেদক: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নবমীতে রাজশাহী-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার কেএম জুয়েল তানোর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন।

বুধবার বিকেলে তিনি প্রথমে কালিগঞ্জ বাজারের পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এসময় তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। বিগত সরকারের সময়ের তুলনায় এবার শারদীয় উৎসব আরও বেশী শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।”

ইঞ্জিনিয়ার কেএম জুয়েল বলেন, ‘‘তারেক রহমান বাংলাদেশের সব সম্প্রদায়ের মানুষের কথা ভাবছেন এবং তাদের উন্নয়নে মহাপরিকল্পনা হাতে নিয়েছেন। সেই পরিকল্পনার অংশ হিসেবে ৩১ দফা ঘোষণা করা হয়েছে। দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশী। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে সব সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র গড়ে তোলা হবে।’’

পরে তিনি উপজেলার আরও কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।