গাজায় নিহত ৮০ প্যালেস্টেনিয়ানের মরদেহ ফেরত দিল ইসরায়েল

ছবি : সংগৃহীত

বিশ্ব ডেস্ক : গাজায় নিহত ৮০ প্যালেস্টেনিয়ানের মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। এগুলোর মধ্যে কোনো জিম্মি ছিল কি না তা দেখতে মর্গ ও কবর থেকে তুলে নিয়ে যাওয়ার পর মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ফেরত দেয়া হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

ইসরায়েলের নিয়ে যাওয়া এসব লাশ রেড ক্রসের মাধ্যমে হামাসকে ফেরত দেয়া হয়। তাদের গাজায় গণকবরে সমাহিত করা হয়।

এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।

‘হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ২৫০ জনকে জিম্মি হিসেবে আটক করে। এ হামলায় এক হাজার ১৪০ ইসরায়েলি নিহত হয়। গাজায় এখনও ১২৯ জিম্মি আটক রয়েছে।’

এদিকে ৭ অক্টোবরের হামলার পর ইসরায়েল হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করেছে। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় ২০ হাজার ৯০০ প্যালেস্টেনিয়ান নিহত এবং আহত হয়েছে প্রায় ৫৫ হাজার মানুষ। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।