বান্দরবান সেনা রিজিয়ন কাপে আলীকদমের শ্রেষ্ঠত্বের মুকুট
আলীকদমের সাফল্য: সেনা রিজিয়ন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে সেনাবাহিনীর আয়োজনে অনুষ্ঠিত ‘বান্দরবান সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫’ এ চ্যাম্পিয়ন হয়েছে আলীকদম উপজেলা দল। ফাইনালে তারা লামা উপজেলা দলকে ১-০ গোলে হারিয়ে গৌরব অর্জন করে।
এই টুর্নামেন্ট সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের উদ্যোগে আয়োজিত হয়। সাতটি উপজেলা দল এবং সেনাবাহিনীর প্রতিনিধিত্বকারী দল এতে অংশ নেয়। স্থানীয় তরুণদের প্রতিভা বিকাশ ও পাহাড়ি অঞ্চলে সম্প্রীতি বৃদ্ধিই ছিল মূল উদ্দেশ্য।
সেমিফাইনালে রোয়াংছড়িকে হারিয়ে ফাইনালে ওঠে আলীকদম। নির্ণায়ক ম্যাচে অধিনায়ক রাহুল চকমার গোলেই আসে বিজয়। গোলকিপার সোহাগ হক ও মিডফিল্ডার জয়নাল আহমেদও ছিলেন দলের শক্তির ভরসা।
চ্যাম্পিয়ন হওয়ার পর ১৬ ইস্ট বেংগল রেজিমেন্ট আলীকদমে দলকে সংবর্ধনা দেয়। প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আতিকুল করিম খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও সনদ তুলে দেন। তিনি বলেন, “এটি শুধু একটি বিজয় নয়, বরং আলীকদমের গর্ব ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণা।”
চ্যাম্পিয়ন দলকে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পের ঘোষণা দিয়েছে সেনাবাহিনী। স্থানীয়দের আশা, এ ধরনের উদ্যোগ পাহাড়ি চট্টগ্রামে খেলাধুলার নতুন দিগন্ত উন্মোচন করবে।