হতাশার আরেকটি ম্যাচ উপহার দিল বাংলাদেশ
লেখা ডেস্ক : ব্যাটারদের ভঙ্গুর দশা, বোলাররা দিতে পারছে না আশানুরূপ ফল। টানা পাঁচ হারে বিধ্বস্ত বাংলাদেশ দল, হতাশ করেছে চাপে থাকা পাকিস্তানের বিপক্ষেও। ব্যাটারদের পর বোলারদের বাজে পারফরম্যান্সে বাবরদের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে সাকিব বাহিনী।
কলকাতার ইডেন গার্ডেন্সে মঙ্গলবার (৩১ অক্টোবর) ভারত বিশ্বকাপের ৩১তম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে এদিন ৪৫.১ ওভারে মাত্র ২০৪ রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস।
জবাব দিতে নেমে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশি বোলারদের তুলোধুনো করে ১০৫ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে পাকিস্তান। তাতে টানা চার হারের পর চলতি বিশ্বকাপে জয়ের মুখ দেখলো বাবর আজমের দল।