নিউইয়র্কে ছাত্রলীগ নেতাকে মারধর করায় বিএনপি কর্মী গ্রেপ্তার

টুইট ডেস্ক: যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে মারধরের ঘটনায় বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে নিউইয়র্কের পুলিশ।

স্থানীয় সময় শুক্রবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত বিএনপির কর্মীর নাম রিয়াজ রহমান। আর মারধরের শিকার ছাত্রলীগ নেতার নাম হৃদয় মিয়া।

হৃদয় মিয়াকে শারীরিক আঘাতের কারণে রিয়াজকে গ্রপ্তার করে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপাটমেন্ট। পরে রিয়াজকে হাতকড়া পরিয়ে কারাগারে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে হৃদয়কে মানহাটনের একট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হৃদয় ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি প্রার্থী। হাসপাতাল থকে আহত ছাত্রলীগ নেতা জানান, ‘বিক্ষোভ শেষে বাসায় যাওয়ার পথে ওই যুবক এসে গালাগালির পর অতর্কিতে মারধর করে। আমাকে মাথায়, ঘাড়ে ও মুখে ঘুষি মারে।’

হৃদয় আরও বলেন, ‘আমি মাটিতে পড়ে গেলে পাশে থাকা পুলিশ এসে আমাদের দুজনকেই ধরে। পরে অন্য আরেকজন পুলিশ এসে বলে, রিয়াজ প্রথম আঘাত করেছে। পরে পুলিশ আমাকে ছেড়ে দিয়ে তাদের গাড়িতে করে হাসপাতালে দিয়ে যায়।