খাগড়াছড়িতে স্কুলছাত্রীর ওপর সহিংসতার ঘটনা: বান্দরবানে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্থানীয় শিক্ষার্থীরা নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে।

বান্দরবান প্রতিনিধি: খাগড়াছড়ি সদরে গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান প্রেসক্লাবের সামনে ‘বান্দরবান আদিবাসী শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে ধর্ষণের ঘটনা ক্রমাগত বাড়ছে, কিন্তু অপরাধীদের যথাযথ বিচার না হওয়ায় এই অপরাধ বেড়েই চলেছে। তারা আদিবাসী শিক্ষার্থীদের বিরুদ্ধে ক্রমাগত হয়রানির প্রতিবাদ জানান এবং দ্রুত সকল ধর্ষককে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

পাহাড়ী ছাত্র পরিষদের বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক জামাধন তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ী ছাত্র পরিষদের বান্দরবান সদর থানার সভাপতি উবাথোয়াই মার্মা, বাংলাদেশ ম্রো স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য পায়া ম্রো, শিক্ষার্থী এডিশন চাকমা, জেমস বমসহ অন্যান্য শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, এই ঘটনার পর স্কুলছাত্রীর বাবা খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করেন। গত বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনীর সদর জোনের সহযোগিতায় পুলিশ শয়ন শীল নামে একজনকে গ্রেপ্তার করেছে, যাকে পরে মামলায় আসামি হিসেবে দেখানো হয়।