বান্দরবানে প্রেসক্লাব-দূর্গাপূজা পরিষদের মতবিনিময়
বান্দরবান প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে বান্দরবান প্রেসক্লাবের নেতৃবৃন্দ এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। এ সময় কেক কাটা ও শুভেচ্ছা উপহার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রেসক্লাবের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ ও প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা এবারের দুর্গাপূজা জাঁকজমকপূর্ণ, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন। তাঁরা শান্তি ও সম্প্রীতির জেলা বান্দরবানে পূজার সুষ্ঠু আয়োজনের জন্য সবার সহযোগিতা কামনা করেন।
দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতারা জানান, দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বৃহৎ পূজামন্ডপ হিসেবে বান্দরবানের কেন্দ্রীয় পূজামন্ডপ পরিদর্শনের জন্য সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির, শ্রীশ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গোৎসব উদযাপন পরিষদ বান্দরবানের সভাপতি রাজেশ্বর দাশ বিপ্লব, সাধারণ সম্পাদক সবুজ দত্ত বাচ্চু প্রমুখ। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সভা শেষে কেক কেটে পূজার আনন্দ ভাগাভাগি করা হয় এবং প্রেসক্লাবের পক্ষ থেকে বান্দরবানের বিভিন্ন দুর্গাপূজা উদযাপন কমিটির জন্য সৌজন্য উপহার প্রদান করা হয়।
প্রসঙ্গত, এবছর বান্দরবানে মোট ৩২টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাঅষ্টমী, ১ অক্টোবর মহানবমী এবং ২ অক্টোবর বিজয়া দশমী অনুষ্ঠিত হবে। দশমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সাংগু নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসবের সফল সমাপ্তি ঘটবে।