দুর্গোৎসব ঘিরে সর্বোচ্চ সতর্কতা: ৩৩ হাজার মণ্ডপে নিরাপত্তার চাদর

টুইট ডেস্ক : আগামী ২৮ সেপ্টেম্বর (রোববার) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এ উপলক্ষে সারাদেশের প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।

সর্বোচ্চ সতর্কতায় আইন-শৃঙ্খলা বাহিনী

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পূজামণ্ডপে নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিতে পুলিশ, র‌্যাব, আনসার, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে। ইতোমধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন, গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রতিটি থানার আওতায় মণ্ডপগুলোতে সার্বক্ষণিক পুলিশ টহল থাকবে, পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

র‌্যাবের বিশেষ প্রস্তুতি

দেশব্যাপী প্রায় ৯ হাজার র‌্যাব সদস্য মাঠে থাকবেন। ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট ও সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করবে, যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার কোনো চেষ্টা ব্যর্থ করা যায়।

আনসার-ভিডিপির ব্যাপক অংশগ্রহণ

এবারও সর্বাধিক সদস্য মোতায়েন করছে আনসার ও ভিডিপি। প্রায় দুই লাখ সদস্য তিন স্তরে ভাগ করা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করবেন।

স্বেচ্ছাসেবক যুক্ত

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ৮০ হাজার স্বেচ্ছাসেবক নিরাপত্তা কার্যক্রমে অংশ নেবেন।

আশঙ্কা নেই, তবুও সর্বোচ্চ প্রস্তুতি

সরকারি সূত্র জানিয়েছে, দুর্গাপূজা ঘিরে সরাসরি কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। তবে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “বিগত বছরের তুলনায় এবার নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংগঠিত। প্রতিমা ভাঙার ঘটনা অনেক কমেছে, আর যেসব ঘটনা ঘটেছে সেগুলো সিসিটিভির মাধ্যমে শনাক্ত করা হচ্ছে।”