বিয়ে করলেন অভিনেত্রী শবনম ফারিয়া
টুইট ডেস্ক : বিয়ে করেছেন অভিনয় শিল্পী শবনম ফারিয়া। হঠাৎই বিয়ের খবর প্রকাশ্যে এনে চমকে দিলেন আলোচিত এই অভিনেত্রী। বর তানজিম তৈয়ব একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।
শুক্রবার সন্ধ্যায় সুসংবাদটি গণমাধ্যমে ভাগ করে নেন অভিনেত্রী নিজেই। এর আগে শুক্রবার বাদ আসর দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
পরিবার সূত্রে জানা যায়, ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউতে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় কাছের আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
জানা গেছে, শবনম ফারিয়ার বরের নাম তানজিম তৈয়ব, তিনি রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে। তার কিছুক্ষণ বাদেই সামাজিক মাধ্যমে দেখা মেলে শবনম ফারিয়ার বিয়ের ছবি।
ফারিয়ার পরনে হালকা কাজের লেহেঙ্গা, যেখানে দেখা গেছে সূক্ষ্ম সিলভার-গোল্ডেন এম্ব্রডারির ঝলক। মাথায় একই রঙের ওড়না, যা নরম জালের মতো কাপড়ে তৈরি এবং বর্ডারে ঝলমলে কাজ করা। গহনার মধ্যে রয়েছে একাধিক সোনার নেকলেস, কানের দুল, টিকলি, নথ- এনে দিয়েছে এক রাজকীয় লুক।
বিয়ের পর শবনম ফারিয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল আতঙ্কের চেয়ে কিছু কম নয়। বিবাহবিষয়ক বিভিন্ন জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম, এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না। তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয়। আমাদের নতুন যাত্রার জন্য সবার দোয়া ও শুভকামনা প্রত্যাশা করছি।’
এর আগে ২০১৮ সালে শবনম ফারিয়া ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। তাদের সংসার টিকেছিল ১ বছর ৯ মাস। প্রথম সংসার ভাঙনের পর ২০২২ সালে ফারিয়ার দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা যায়। পরে জানা যায়, সেই খবর ভুয়া।
এবার তানজিম তৈয়বকে বিয়ে করে নতুন জীবন শুরু করলেন ফারিয়া।