গাজায় ইসরায়েলি হামলায় ১৪২ জাতিসংঘ কর্মী নিহত
বিশ্ব ডেস্ক : প্যালেস্টেনিয়ান শরণার্থী বিষয়ক জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা জানায়, গাজায় ইসরায়েলি হামলায় সংস্থাটির ১৪২ জন কর্মী নিহত হয়েছে।
জাতিসংঘের প্যালেস্টেনিয়ান শরণার্থী সংস্থা এক এক্স বার্তায় লিখেছে, ‘আমাদের অনেক দল গাজায় জরুরি সাহায্যের প্রয়োজন রয়েছে এমন লোকজনকে সহায়তা করে যাচ্ছে। আমরা গাজায় ইউএনআরডব্লিউএ’র সহকর্মীদের মৃত্যুতে শোক প্রকাশ করছি। বর্তমানে মৃত্যুর এই সংখ্যা বেড়ে ১৪২ জনে দাঁড়িয়েছে’।
‘গত ৭ অক্টোবর গাজা ভিত্তিক হামাস যোদ্ধাদের ইসরায়েলি ভূখণ্ডে হামলায় অনেক ইযরায়েলি নাগরিক নিহত হয় এবং তারা নারী, শিশু এবং বৃদ্ধসহ ২৭০০ বেশি ইসরায়েলিকে বন্দি করে গাজায় নিয়ে যায়। গাজা সীমান্তের কাছে ইসরায়েলি কিবুতজ শহরের বাসিন্দাদের ওপর তারা এই হামলা চালায়।’
এদিকে হামাস তাদের এমন হামলাকে জেরুজালেমের ওল্ড সিটির টেম্পল মাউন্টে অবস্থিত আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনমূলক পদক্ষেপের জবাব বলে বর্ণনা করে।