কপ-৩০ ঘিরে বান্দরবানে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত

বান্দরবানে আঞ্চলিক সংলাপ: কপ-৩০ সম্মেলনে তৃণমূলের কণ্ঠস্বর পৌঁছাতে উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: আসন্ন কপ-৩০ (COP30) আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনকে সামনে রেখে বান্দরবানে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংলাপ।

“COP30 Road to Belem: Climate Action – জনগণের কণ্ঠস্বর” শীর্ষক এই সংলাপের মূল লক্ষ্য ছিল পাহাড়ি ও তৃণমূল জনগণের অভিজ্ঞতা, চাহিদা ও প্রস্তাবনা সংগ্রহ করে তা বৈশ্বিক জলবায়ু আলোচনায় প্রতিফলিত করা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বান্দরবান পৌরসভার কনফারেন্স হলে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (DYDF)-এর বান্দরবান জেলা শাখার আয়োজনে এবং গ্লোবাল গ্রিনগ্রান্টস ফান্ড (GGF)-এর আর্থিক সহায়তায় এই সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে সরকারি-বেসরকারি সংস্থা, পরিবেশ ও বন সংরক্ষণকর্মী, কৃষি বিশেষজ্ঞ, মানবাধিকারকর্মী, সাংবাদিক, শিক্ষাবিদ ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের পাশাপাশি বান্দরবানের ১১টি আদিবাসী ছাত্র সংগঠনের তরুণ নেতারা অংশ নেন।

আলোচনায় বক্তারা পাহাড়ি অঞ্চলে পানির সংকট, জলবায়ু পরিবর্তনের কারণে স্থানীয় জীববৈচিত্র্য ও কৃষিতে হুমকি, বন সংরক্ষণ, টেকসই কৃষি, জলবায়ু ন্যায়বিচার এবং মানবাধিকার সুরক্ষা ইস্যুগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তাঁরা জানান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত সবচেয়ে বেশি ভোগ করছে পাহাড়ি ও প্রান্তিক জনগণ, অথচ তাদের কণ্ঠস্বর বৈশ্বিক নীতিনির্ধারণে যথাযথভাবে প্রতিফলিত হয় না।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের তৃণমূল জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও প্রস্তাব আন্তর্জাতিক জলবায়ু নীতিনির্ধারণ প্রক্রিয়ায় স্থান পেলে তা হবে একটি ইতিবাচক অগ্রগতি। এ ধরনের সংলাপ কেবল স্থানীয় চাহিদা প্রকাশের সুযোগই নয়, বরং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু আলোচনায় বাস্তবভিত্তিক দৃষ্টিভঙ্গি তুলে ধরতে সহায়ক হবে।

অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এমন সংলাপ আরও ঘন ঘন আয়োজন করা হলে তা জলবায়ু ইস্যুতে তৃণমূল জনগণের কণ্ঠস্বর আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিফলিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

উল্লেখ্য, আগামী নভেম্বর ২০২৫ সালে ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত হবে কপ-৩০ সম্মেলন, যেখানে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নতুন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন কৌশল নির্ধারণ করা হবে।