নারী যোগাযোগ কেন্দ্রের জাতীয় সম্মেলন বান্দরবানে অনুষ্ঠিত
নারী যোগাযোগ কেন্দ্র (এনজেকে) এর জাতীয় সম্মেলন বান্দরবানে অনুষ্ঠিত।
বান্দরবান থেকে অসীম রায় (অশ্বিনী): “বাঁধা এলে তার মুখোমুখি দাঁড়াবো, আমাদের আছে অনন্ত শক্তির আধার, সাহস নিয়ে এগিয়ে চলো, আমরাও পারবো” প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে নারী যোগাযোগ কেন্দ্র (এনজেকে) এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ই সেপ্টেম্বর) বান্দরবানের পর্যটন মোটেলের হলরুমে বিএনকেএস, উৎস, ওডেব, সারা ও নারী যোগাযোগ কেন্দ্র (এনজেকে) যৌথভাবে আয়োজিত এই সম্মেলনে সহযোগিতা করেছে ডিয়াকোনিয়া বাংলাদেশ।
অনলাইনে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় আহবায়ক সুলতানা বেগম। এছাড়া শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ডিয়াকোনিয়া বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার খোদেজা সুলতানা লোপা।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা। উপস্থিত ছিলেন বিএনকেএস, ওডেব ও নারী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, “নারী শুধু মায়ের নাম নয়, সাহস, শক্তি ও আত্মত্যাগের প্রতীক। নারী স্বাধীন হলে পরিবার এগোয়, সমাজ জাগে, দেশ বদলে যায়।” ১৯৭১ সালের স্বাধীনতার পর থেকে বাংলাদেশি নারীরা বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের শিখরে পৌঁছেছে। বিগত চার দশকে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, উন্নত শিক্ষা ও অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তবে সমাজ এখনও পিতৃতান্ত্রিক প্রভাব থেকে মুক্ত নয়।
সম্মেলনে নারীদের সামাজিক বঞ্চনা, নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধ, জেন্ডার সমতা ও নারী নেতৃত্ব বৃদ্ধিতে নতুন উদ্ভাবন ও সাহসী উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, “সাহস হারালে চলবে না, বাঁধা এলে তার মুখোমুখি দাঁড়াতে হবে।”
এবারের সম্মেলনে ঢাকা, বান্দরবান, ময়মনসিংহ ও চট্টগ্রামের ১১০ জন নারীনেত্রী অংশ নেন। দিনব্যাপী আলোচনা ও কর্মকাণ্ডে সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়।