সিলেটের ডিসি ও এডিসিকে কারণ দর্শানোর নোটিশ

বেআইনি বরখাস্তের অভিযোগে আদালতে মামলা

টুইট ডেস্ক: সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মো. সারওয়ার আলম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুরের জামানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত।

জানা গেছে, স্কুলের সিনিয়র শিক্ষক আবেদা হককে বেআইনিভাবে সাময়িক বরখাস্ত করার অভিযোগে মামলা দায়েরের পর এ নোটিশ জারি করা হয়। গত ১১ সেপ্টেম্বর মামলা রুজুর পর শুনানি শেষে সিলেটের সিনিয়র সহকারী জজ (সদর আদালত) এই নির্দেশ দেন। বাদীর আইনজীবী এ এইচ ইরশাদুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর স্কুলের গভর্নিং বডির সভাপতি ও সিলেটের ডিসি মো. সারওয়ার আলম সার্ভিস রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী আবেদা হক ও সিনিয়র শিক্ষক মো. রোকন উদ্দিনকে বরখাস্ত করেন। এর বিরুদ্ধে আবেদা হক ১১ সেপ্টেম্বর আদালতে (স্বত্ব মোকদ্দমা নম্বর-৪২৬/২৫) মামলা দায়ের করেন এবং অস্থায়ী নিষেধাজ্ঞা প্রার্থনা করেন।

মামলার শুনানির পর আদালত সিলেটের ডিসি ও এডিসিকে কারণ দর্শানোর নোটিশ দেন এবং এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন।