রাকসু নির্বাচন: রাবিতে ২৪-২৫ সেপ্টেম্বর ক্লাস-পরীক্ষা বন্ধ

রাবিতে রাকসু নির্বাচন: ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা

মুরাদুল ইসলাম সনেট: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষে দু’দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ইফতিখারুল আলম মাসউদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর (বুধবার ও বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে। তবে পানি, বিদ্যুৎ, চিকিৎসা, নিরাপত্তা ও টেলিফোনসহ জরুরি সেবা স্বাভাবিক থাকবে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, “দীর্ঘ ৩৫ বছর পর আমাদের রাকসু নির্বাচন হতে যাচ্ছে। এবছর ভোট কেন্দ্রগুলো অ্যাকাডেমিক ভবনেই নির্ধারণ করা হয়েছে। কেন্দ্র প্রস্তুতির সুবিধার্থে ওই দুই দিন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কাজের জন্য অফিস খোলা থাকবে।”

আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে সেদিনই গণনা ও ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনে বিভিন্ন ছাত্রসংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই প্যানেল ঘোষণা করা হয়েছে এবং প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা বলছেন, এত বছর পর রাকসু নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা ও অংশগ্রহণকে নতুনভাবে উজ্জীবিত করবে। তবে একাডেমিক কার্যক্রমে সাময়িক ব্যাঘাত ঘটলেও এটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।