ট্রাম্প আবারও টিকটক বিক্রির সময়সীমা বাড়াতে যাচ্ছেন
বিশ্ব ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ১৭ সেপ্টেম্বরের ডেডলাইন বাড়ানোর পরিকল্পনা করছেন, যাতে চীনের বাইটড্যান্স জনপ্রিয় শর্ট-ভিডিও অ্যাপ টিকটকের যুক্তরাষ্ট্রের সম্পদ বিক্রি করতে পারে অথবা বন্ধ করে দিতে পারে।
এটি হবে চতুর্থবারের মতো সময়সীমা বাড়ানো। মূলত জানুয়ারি ২০২৫-এর মধ্যে টিকটক বিক্রি বা বন্ধের আইন প্রয়োগ হওয়ার কথা ছিল। তবে ট্রাম্প এখন পর্যন্ত আইন কার্যকর না করে ধাপে ধাপে সময় বাড়িয়ে যাচ্ছেন।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমরা টিকটক নিয়ে আলোচনা করছি। এটা বাঁচবে কি মরবে জানি না, সবই চীনের ওপর নির্ভর করছে। তবে আমি চাই এটা বাচ্চাদের জন্য চালু থাকুক।”
হোয়াইট হাউস এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে ১৭ কোটি আমেরিকান ব্যবহারকারীর কারণে সরাসরি অ্যাপটি বন্ধে প্রশাসনের অনীহা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার রবিবার স্পেনে চীনের ভাইস প্রিমিয়ার হে লিফেং ও শীর্ষ আলোচক লি চেংগ্যাং-এর সঙ্গে বৈঠক করেছেন। আলোচনায় টিকটকও এজেন্ডায় যুক্ত হয়েছে, যদিও ১৭ সেপ্টেম্বরের আগে কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা নেই।
এই সিদ্ধান্ত কংগ্রেসের অনেক রিপাবলিকান ও ডেমোক্র্যাটকে বিরক্ত করতে পারে, যারা টিকটক বিক্রি বাধ্যতামূলক করার আইন পাস করেছিলেন।