ঢাকাসহ ছয় দেশে ভূমিকম্প, কেন্দ্র ভারতের আসাম
টুইট ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে আতঙ্কিত হয়ে রাজধানী ও অন্যান্য এলাকার মানুষ ঘরবাড়ি ও অফিস থেকে বের হয়ে আসে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ ছাড়াও প্রতিবেশী নেপাল, ভুটান, মিয়ানমার, ভারত ও চীনের বিভিন্ন স্থানে একই সময়ে ভূমিকম্প অনুভূত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প ইউনিট জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার উত্তর-পূর্ব দিকে প্রায় ৩৮০ কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্যে।
আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএস (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৯। কেন্দ্রস্থল ছিল আসামের ঢেকিয়াজুলি (Dhekiajuli) অঞ্চলের কাছাকাছি, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে।
বিশেষজ্ঞরা বলছেন, মাঝারি মাত্রার এই ভূমিকম্পের প্রভাব বাংলাদেশসহ মোট ছয় দেশে অনুভূত হয়েছে। এর ফলে বাংলাদেশ অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি পুনরায় আলোচনায় এসেছে।