বাঘায় এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

টুইট ডেস্ক : এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২৫-এ এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাঘা উপজেলা শাখা। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) বাঘা ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয় ও কারিগরি কৃষি কলেজের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্রেস্ট, বই, স্টিকার, শুভেচ্ছা কার্ড ও কলম উপহার দেওয়া হয়। সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে আজমাইন ইখতিদার (নাহিদ), জান্নাতুল মাবেয়া ও সাদিদুর রহমান জানান- শিক্ষা জীবনের প্রথম ধাপে এ ধরনের স্বীকৃতি তাদের ভবিষ্যতের জন্য উৎসাহ জোগাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. শাহিনুজ্জামান (গবেষক, বিসিএসআইআর ও সহকারী অধ্যাপক, উত্তরা বিশ্ববিদ্যালয়), মো. রুবেল আলী (সাবেক সভাপতি, ছাত্রশিবির রাজশাহী জেলা পূর্ব), ডা. সাখাওয়াত হোসাইন (অফিস সম্পাদক, রাজশাহী মহানগর শাখা), মাওলানা মো. জিন্নাত আলী (সাবেক চেয়ারম্যান, বাঘা উপজেলা পরিষদ), উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ আল মামুন নুহু, ছাত্রশিবির রাজশাহী জেলা পূর্বের সেক্রেটারি আব্দুর রব, জেলা অফিস সম্পাদক আব্দুল মোমিন, জেলা প্রকাশনা সম্পাদক ফায়সাল আহমেদ, বাঘা উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ রাকিবুল ইসলামসহ বাঘা উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাঘা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল জাব্বার এবং সঞ্চালনা করেন বাঘা উত্তর সাংগঠনিক থানা শাখার সভাপতি তারিকুল ইসলাম।