বান্দরবান আর্মিপাড়ায় সুপেয় পানির নতুন সকাল
বান্দরবান সদর উপজেলার আর্মিপাড়া ও পার্শ্ববর্তী এলাকায় দীর্ঘদিনের পানির সংকট কাটিয়ে স্থানীয়রা পাচ্ছে নিরাপদ ও বিশুদ্ধ পানি।
বান্দরবান প্রতিনিধি: বান্দরবান সদর উপজেলার আর্মিপাড়া ও তৎসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে বিরাজমান সুপেয় পানির সংকট লাঘব করতে উদ্বোধন করা হয়েছে কমিউনিটি বেইজড পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম।
উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি’র আন্তরিক নেতৃত্বে ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ২০২৫-২৬ অর্থবছরে এ প্রকল্প বাস্তবায়িত হয়।
স্কিমের আওতায় গভীর নলকূপ থেকে পানি রিজার্ভারে জমা হবে এবং সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে ৫টি কলের মাধ্যমে পানি সরবরাহ করা হবে।
এতে আর্মিপাড়ায় ২টি কল, স্থানীয় মসজিদে ২টি কল, উপজেলা পরিষদ প্রাঙ্গণে ১টি কল বসানো হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইউএনও মারুফা সুলতানা খান হীরামনি প্রকল্প পরিদর্শন ও সরেজমিনে উদ্বোধন করেন।
তিনি বলেন, “স্থানীয় মানুষের দীর্ঘদিনের পানির সংকট বিবেচনা করে এই সেবা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। সঠিকভাবে পরিচালিত হলে আর্মিপাড়া ও পার্শ্ববর্তী এলাকার পানির চাহিদা অনেকটাই পূরণ হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলু প্রু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিথেন চাকমা সহ স্থানীয় সুফলভোগী ও জনসাধারণ।
বসবাসকারীরা জানালেন, দীর্ঘদিন ধরে পানি সংকটে ভুগছিলেন, তাই প্রকল্পের উদ্বোধনের পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে।