জেলা তথ্য অফিসের উদ্যোগে সুজানগরে নারী সমাবেশ
টুইট ডেস্ক: পাবনার সুজানগরে জেলা তথ্য অফিসের উদ্যোগে ও সুজানগর মহিলা ডিগ্রী কলেজের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, ইভটিজিং প্রতিরোধ,সামাজিক যোগাযোযোগ মাধ্যামের সঠিক ব্যবহার, গুজব প্রতিরোধসহ নৈতিক ও মূল্যবোধ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার সুজানগর মহিলা ডিগ্রি কলেজে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সুজানগর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী মন্ডলের সভাপতিত্বে ও অত্র কলেজের সহকারী অধ্যাপক জহুর আহমেদ সরকার নিক্সনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ সামিউল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন। অন্যদের মাঝে বক্তব্য দেন সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রফিকুল ইসলাম, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এটিএম শামসুজ্জামান ডন, ইমরুল হক, রেজাউল করিম, শফিউল ইসলাম,দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, অত্র কলেজের শিক্ষার্থী যারিন ফারাহ প্রিয়ন্তি ও মারিয়া খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী,যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি এম মনিরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সমাবেশে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড এবং সেবাসমূহ তুলে ধরে এবং তা গ্রহণের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখার আহবান জানিয়ে স্বাগত বক্তব্যে জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ সামিউল আলম নারীদেরকে তাদের সন্তানদের সামাজিক ও নৈতিক শিক্ষা দেয়ার উপরও বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং শিক্ষা, স্বাস্থ্য, বাল্য বিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিবার ও সমাজ থেকে বিশেষ দায়িত্বপূর্ণ ভূমিকা পালনের গুরুত্ব তুলে ধরেন।
এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অপপ্রচার বিষয়ে সকলকে সজাগ থাকতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে যত্নশীল হওয়ার অনুরোধ করেন। এ সময় তিনি নারীর মর্যাদা, সম্মান এবং দায়িত্বশীলতার গুরুত্ব এবং বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক দায়িত্ববোধ ও সচেতনতার গুরুত্ব এবং মাদক ও সন্ত্রাস প্রতিরোধে মায়েদের ভূমিকার কথা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শাহজাহান আলী মন্ডল সরকারের গৃহীত সকল সেবা গ্রহণের মধ্যদিয়ে নিজেদের ভাগ্য উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে সামিল হওয়ার জন্য সকলকে আহবান জানান।