বাগাতিপাড়ায় সারের দাম বেশি নেওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা

টুইট ডেস্ক: নাটোরের বাগাতিপাড়ায় সারের দাম বেশি নেওয়ার অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পেড়াবাড়িয়া ও গালিমপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন।

অভিযানে পেড়াবড়িয়া বাজারের গারোদিয়া অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী সুভাশীষ গারোদিয়া বাবুকে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা এবং গালিমপুর বাজারের মেসার্স তুলসী ট্রেডার্সের স্বত্বাধিকারী শ্যাম সুন্দর মোর লক্ষণকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফিরোজ আলীসহ বাগাতিপাড়া মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযোগের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন।