নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে; প্রাণহানি বেড়ে ৫

টুইট ডেস্ক: লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে আনন্দ পরিবহণের একটি বাস খালে পড়ে গেলে ৫ জন নিহত হয়েছেন। এছাড়া ৩ জনকে অচেতন অবস্থায় ও ১৪ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শনিবার সকাল ৮টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসটি রহমতখালী খালে পড়ে যায়।

নিহতরা হলেন- রিপন হোসেন (৩৫), মাজেদ হোসেন (৩৮), সদর উপজেলার চন্দ্রগঞ্জের শেখপুর গ্রামের মোরশেদ আলম (৫০), জয়নাল আবেদিন (৫৪) ও নওগাঁ জেলার আফসার উদ্দিনের ছেলে হুমায়ুন রশিদ (৪০)।

এরমধ্যে ২ জনের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে আছে। জয়নাল ও মোরশেদের মরদেহ নিজ বাড়িত নিয়ে গেছে পরিবার। অপরজন হুমায়ুনের মরদেহ স্থানীয় হেলথ কেয়ারে রয়েছে। এঘটনায় আরও ১০/১২ জনকে উদ্বার করা হয়েছে। তাদের কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানায় পুলিশ।

এদিকে ঘটনার দুই ঘন্টা পার হলেও ঘটনাস্থলে ডুবুরি পৌঁছায়নি বলে অভিযোগ প্রত্যক্ষদর্শী ও স্থানীয় উদ্ধারকারীদের। এছাড়া পানির তলদেশে কেউ ডুবে আছেন কি না তাও নিশ্চিত বলতে পারেনি ফায়ারসার্ভিস কর্মীরা। তবে স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে রয়েছেন। তাদের দাবি, ফায়ার সার্ভিস কর্মীরা দেরিতে আসায় ক্ষতি বেশি হয়েছে।

ঘটনার পর প্রায় ১ ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সহযোগিতায় যানচলাচল স্বাভাবিক হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজুল আজিম নোমান ৫ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করছেন।

ওসি জানান, সকালে নোয়াখালী থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা আনন্দ পরিবহন নামে একটি বাস কফিল উদ্দিন ডিগ্রী কলেজ এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এসময় বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এখন পর্যন্ত আমরা ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। ফায়ার সার্ভিসের সার্ভিসের কর্মিরা উদ্ধার কাজ করছে।