গাজীপুরে আ/গুনে পু/ড়ে গেছে কাঁচাবাজারের ৩০ দোকান
টুইট ডেস্ক: গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় কাঁচাবাজার মার্কেটে আগুনে লেগে পুড়ে গেছে অন্তত ৩০টি দোকান। ফায়ার সার্ভিসের দেড় ঘন্টা চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, সকাল ৬টার দিকে গাজীপুরে চান্দরা চৌরাস্তা এলাকায় একটি কাঁচাবাজার মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা মুহূর্তে ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী বিভিন্ন দোকানে।
আগুন লাগার সাংবাদ পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস ও ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘন্টা চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
এ সময় আগুনে পুড়ে যায় ওই মার্কেটের ৩০টি দোকান ও এর মালামাল।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।