রাজশাহীর দূর্গাপুরে প্রভাবশালীদের বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন 

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দূর্গাপুরে প্রভাবশালীদের বিরুদ্ধে জোরপূর্বক পুকুর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক কৃষক।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন কৃষক আসলাম আলী।

লিখিত বক্তব্যে তিনি জানান, বৈধ লিজ ও সাব-লীজের মাধ্যমে দীর্ঘদিন ধরে তিনি ৩৮ বিঘা জমির একটি পুকুরে মাছ চাষ করে আসছেন। কিন্তু সম্প্রতি হাফিজুর রহমান নামে এক ব্যক্তি জাল দলিল তৈরি করে সহযোগীদের সঙ্গে নিয়ে ওই পুকুর দখলের চেষ্টা চালাচ্ছেন। আসলাম আলী আরও জানান, তার পুকুরের পাহারাদারকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে পুকুরপাড়ের কলাগাছ কেটে ফেলা এবং মাছ লুটেরও চেষ্টা করা হয়েছে।

এ ঘটনায় তিনি রাজশাহীর দূর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দাখিল করেছেন।