রাজশাহী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচারবহরে হামলা, গুরুত্বর আহত ২

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী-৪ (বাগমারা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও টানা তিনবারের এমপি প্রকৌশলী এনামুল হকের প্রচারবহরে হামলা করা হয়েছে।
রোববার রাত ৮টার দিকে বাগমারার দ্বীপপুর ইউনিয়নের নানসর মাদ্রাসা মোড়ে এ হামলার ঘটনা ঘটে। হামলায় ইটের আঘাতে এনামুল হকের দুই কর্মীর মাথা ফেটে গেছে এবং আরোও ৫জন আহত হয়েছে । নৌকার প্রার্থীর সমর্থকেরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ কাচিঁ প্রার্থীর সমর্থকদের।
এদিকে, কাঁচি প্রতীকের প্রার্থী এমপি এনামুল হকের প্রচারবহরে হামলার ঘটনায় তিনজনকে আটক করেছে বাগমারা থানা পুলিশ। আটককৃতরা হলেন, সোহরাব হোসেন তোতা, আব্দুর রাজ্জাক এবং ডাবলু মাস্টার। তারা সবাই নামসর গ্রামের বাসিন্দা এবং নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের কর্মী।

এমপি এনামুলও গাড়ি থেকে নেমে একটি দোকানে আশ্রয় নেন। হামলায় মো. সুইট (৩৫) ও মজিবর রহমান (৪০) নামের দুজনের মাথা ফেটে যায়। তারা ইটের আঘাত পেয়েছেন। দুজনকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এ সময় এমপি এনামুল হক প্রশাসনের কর্মকর্তাদের জানান, নৌকার প্রার্থীর সমর্থকেরা দেশীয়-অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছিলেন। অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। তিনি হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আওয়ামী লীগের মনোনয়নে এনামুল হক ২০০৮ সাল থেকে পরপর তিনবার এ আসনের এমপি নির্বাচিত হয়েছেন। এবার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী হওয়ার পর থেকে নানারকম হুমকি-ধামকি আর হামলা চালাচ্ছে নৌকা প্রার্থীর লোকজন। এ কারণে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিপক্ষে অন্তত ১০টি অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী।
এ আসনে নির্বাচনে টান টান উত্তেজনা রয়েছে। এমন পরিস্থিতিতে দুই প্রার্থীর সঙ্গেই একজন করে গ্যানমান বরাদ্দ দেওয়া হয়েছে।
বাগমারা হতে অবৈধ অস্ত্র উদ্ধার ও বহিরাগত সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনা করা দরকার বলে মনে করেন এলাকাবাসী।






