ফেডারেল কনস্ট্যাবুলারি সদর দপ্তরে আত্মঘাতী বিস্ফোরণ
বিশ্ব ডেস্ক: সমবার (২ সেপ্টেম্বর) ভোরে খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় ফেডারেল কনস্ট্যাবুলারি (এফসি) সদর দপ্তরে ভারতীয় মদদপুষ্ট জঙ্গি সংগঠন ফিতনা আল খারিজের দ্বারা ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়। সন্ত্রাসীরা নিরাপত্তা প্রাচীর ভেদ করতে ব্যর্থ হয়ে বিস্ফোরক বোঝাই গাড়ি ব্যবহার করে আত্মঘাতী হামলা চালায়। এতে প্রাচীর আংশিকভাবে ধসে পড়ে এবং আশপাশের বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
হামলার সময়কালে নিরাপত্তা বাহিনী দ্রুত প্রতিক্রিয়া দেখায়, যার ফলে সন্ত্রাসীদের প্রবেশের প্রচেষ্টা ব্যর্থ হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।
এ ঘটনায় তিনজন সাধারণ নাগরিক আহত হন। বিস্ফোরণের পর সন্ত্রাসীরা অস্ত্রসহ কম্পাউন্ডে প্রবেশের চেষ্টা করলে এফসি ও সেনা সদস্যরা সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন। প্রায় কয়েক ঘণ্টা ধরে চলা গোলাগুলিতে পাঁচ থেকে ছয়জন সন্ত্রাসী নিহত হয়। তবে এসময় ফেডারেল কনস্ট্যাবুলারি ও সেনাবাহিনীর ছয়জন বীর সৈনিক শাহাদাতবরণ করেন এবং অন্তত ১৬ জন নিরাপত্তাকর্মী আহত হন।
পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর জানায়, হামলার পর এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং ক্লিয়ারেন্স অভিযান চালানো হচ্ছে। তারা আরও জানায়, এ কাপুরুষোচিত হামলার নেপথ্যের কারিগরদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।
সাম্প্রতিক মাসগুলোতে খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসী হামলার হার বেড়েছে, যা পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতিকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলছে। তবুও সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী ঘোষণা দিয়েছে—সন্ত্রাস দমনে তাদের লড়াই অব্যাহত থাকবে এবং শহীদদের রক্তের বিনিময়ে জাতির নিরাপত্তা নিশ্চিত করা হবে।