ভিপি নূরের ওপর হামলা, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে!

জাপা কার্যালয়ের সামনে ভিপি নূরের ওপর হামলা, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে!

টুইট ডেস্ক: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া আটটার দিকে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গণঅধিকার পরিষদের মিছিল জাপা কার্যালয়ের সামনে পৌঁছালে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। মুহূর্তেই ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে। এ সময় ভিপি নূরের মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনায় নূরের সঙ্গে আরও কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, হাসান তারেক, ফারজানা কিবরিয়া প্রমুখ। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে হামলার ঘটনায় গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তীব্র নিন্দা জানিয়েছে। গণঅধিকার পরিষদের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এক বিবৃতিতে বলেন, “এটি পরিকল্পিত ও বর্বরোচিত হামলা, যা গণতান্ত্রিক রাজনীতির ওপর নগ্ন আঘাত।” ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে।