সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে দ/গ্ধ আরও এক শিশুর মৃ/ত্যু, নিহত বেড়ে ৪

টুইট ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর মিছিল বাড়ছে। আজ দুপুরে নতুন করে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এর আগে আজ সকালে মারা যান শিশুটির বাবা। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। দগ্ধ আরও অন্তত ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, চার বছর বয়সী জান্নাতের শ্বাসনালী দগ্ধ হয়েছিল এবং শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। দুপুর ১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এর আগে এক মাস বয়সী শিশু ইমাম উদ্দিন এবং ওই শিশুর নানি তাহেরা আক্তার (৫৫) মারা যান। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় মারা যান শিশুটির বাবা হাসান গাজী (৪০)।

চিকিৎসকরা জানান, হাসান গাজীর স্ত্রী সালমা (৩৫) ও শ্যালিকা আসমা (৩২) এখনো আইসিইউতে চিকিৎসাধীন। তাদের শরীরেরও ৪৮ শতাংশ দগ্ধ হয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক।