রাজশাহীতে নেসকো ঘেরাও করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: রংপুরে এক প্রকৌশলীকে হত্যার হুমকির প্রতিবাদে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে রাজশাহী নগরের হেতেমখাঁ এলাকায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) প্রধান কার্যালয় ঘেরাও করে তারা এ কর্মসূচি পালন করেন।

এর আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা নেসকো কার্যালয়ের সামনে জড়ো হন। সেখানে তারা ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করে নানা স্লোগান দেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রকৌশলী অধিকার আন্দোলনের অংশ হিসেবে সোমবার রংপুর নেসকো কার্যালয়ে স্মারকলিপি দিতে যান প্রকৌশলীরা। এ সময় বুয়েট থেকে পাশ করা প্রকৌশলী রুকন স্মারকলিপি গ্রহণ করলে উপস্থিত কিছু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাকে গালিগালাজ ও লাঞ্ছিত করেন। এমনকি তাকে জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান রুয়েট শিক্ষার্থীরা। পরে নেসকোর কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।