বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২২,৬০০ কোটি টাকা
ডলার থেকে আয় ও সরকারি ঋণেই বড় মুনাফা, কর্মকর্তাদের জন্য ৬ গুণ বোনাস অনুমোদন!
টুইট প্রতিবেদক: বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক রেকর্ড মুনাফা করেছে। মোট মুনাফা দাঁড়িয়েছে ৩৩ হাজার কোটি টাকা, যার মধ্যে নিট মুনাফা হয়েছে ২২ হাজার ৬০০ কোটি টাকা।
আগের অর্থবছরের তুলনায় এ মুনাফা প্রায় ৭ হাজার ৩০০ কোটি টাকা বেশি।
মঙ্গলবার (২৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাব অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন গভর্নর আহসান এইচ মনসুর। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের পরিচালকেরা উপস্থিত ছিলেন।
বোর্ড সভায় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের বেসিক বেতনের ৬ গুণ ইনসেনটিভ বোনাস অনুমোদন দেওয়া হয়েছে।
আয়ের উৎস
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ভাষ্যমতে, বিশ্ববাজারে ডলারের সুদের হার বাড়ায় ফরেন কারেন্সি থেকে আয় বেড়েছে। আগে যেখানে সুদের হার ছিল ১ শতাংশ, বর্তমানে তা সাড়ে ৪ শতাংশে উন্নীত হয়েছে। এতে বৈদেশিক মুদ্রায় আয় কয়েকগুণ বৃদ্ধি পায়।
তাছাড়া সরকারের কাছ থেকে নেওয়া ঋণ থেকেও বাংলাদেশ ব্যাংকের উল্লেখযোগ্য আয় হয়েছে। তবে কর্মকর্তাদের মতে, এটা সরকারের জন্য ইতিবাচক নয়। কারণ কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা যত বাড়ে, তা সরকারের আর্থিক সংকটকে প্রতিফলিত করে।
আগের বছরের তুলনা
২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের মোট মুনাফা হয়েছিল প্রায় ৪০ হাজার কোটি টাকা। এর মধ্যে নিট মুনাফা ছিল ১৫ হাজার ৩০০ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে নিট মুনাফা বেড়েছে প্রায় ৭ হাজার ৩০০ কোটি টাকা।