বাংলাদেশ কনস্যুলেটে হামলা, ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি

টুইট ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে হামলার ঘটনায় স্থানীয় পুলিশ, মেয়র এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্থানীয় কার্যালয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে কনস্যুলেট কর্তৃপক্ষ। সোমবার কনস্যুলেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে গত রোববার কনস্যুলেট প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। নিরাপত্তার স্বার্থে কনস্যুলেটের অনুরোধে নিউইয়র্ক সিটি পুলিশ আগেই মোতায়েন ছিল।

কনস্যুলেটের ভাষ্য অনুযায়ী, সভা ভণ্ডুল করতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কনস্যুলেটের সামনে অবস্থান নেন এবং অতিথিদের ওপর হামলা ও ভাঙচুর চালান। পরে পুলিশ হস্তক্ষেপ করে কয়েকজনকে আটক করে। হামলার স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেবে বলে পুলিশ জানিয়েছে। একই সঙ্গে কনস্যুলেট জেনারেল স্থানীয় পুলিশ, মেয়র ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্থানীয় অফিসে চিঠি দিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পতিত সরকারের দোসররা হামলায় ব্যর্থ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে। বিভ্রান্তি এড়াতে এসব তথ্যের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কনস্যুলেট।