বাবার সঙ্গে ছবি দিয়ে হাসনাতের আবেগঘন পোস্ট
টুইট ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বাবাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে তিনি পুরোনো একটি ছবি ও লেখা নতুন করে শেয়ার করে বাবাকে ঘিরে অনুভূতি প্রকাশ করেন।
পোস্টে হাসনাত লেখেন— তাঁর বাবা সারাজীবন ধরে পরিবারকে হিমালয়সম ব্যক্তিত্ব ও নিরাসক্ত মহত্ত্ব আঁকড়ে বেঁচে থাকার শিক্ষা দিয়ে যাচ্ছেন। জীবনের নানা অশান্ত ঢেউয়ের মাঝেও তিনি কখনো ডুবে যাননি; বরং ভেসে থেকেছেন এবং আশপাশের মানুষকেও ভাসিয়ে রেখেছেন।
হাসনাত জানান, বাবার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো— কোনো তুচ্ছ বিষয় বা ব্যক্তিগত স্বার্থে তিনি কখনো আসক্ত হননি। নিজের কষ্ট নীরবে সহ্য করে অন্যকে ভালো রাখার প্রবণতা তাঁর মধ্যে প্রবল। “আমার বাবার কাছ থেকে ঝগড়া করে যতটা পাওয়া যায়, নীরবতায় তার চেয়ে বহুগুণ বেশি পাওয়া যায়”—বলেন হাসনাত।
তিনি আরও লেখেন, বাবার কাছ থেকে পাওয়া একটি শিক্ষা হলো দৃঢ় নীতি ও আদর্শে অটল থাকা। জীবনে হারজিত, উত্থান-পতন, এমনকি অমানিশা নেমে আসলেও নীতির সঙ্গে আপস করা যাবে না—এটাই তাঁর বাবার শিক্ষা।
ফেসবুকে শেয়ার করা পুরোনো পোস্টে হাসনাত উল্লেখ করেন, পাশে বসে থাকা ভদ্রলোক তাঁর বাবা, এবং সেটিই ছিল বাবার সঙ্গে তাঁর প্রথম ও একমাত্র ছবি। দীর্ঘ ছয় বছর পর দেশে ফিরে আসা বাবার সান্নিধ্য আগামী চার মাস উপভোগ করতে পারবেন বলে জানান তিনি।
পোস্টের শেষে বাবার সার্বিক কল্যাণ কামনা করেন হাসনাত আবদুল্লাহ।