পতাকা পোড়ানো ইস্যুতে সুপ্রিম কোর্টের রায়ের বিপক্ষে ট্রাম্প

সাংবিধানিক সুরক্ষা লঙ্ঘন: জাতীয় পতাকা পোড়ানো নিষিদ্ধ করলেন ট্রাম্প।

টুইট ডেস্ক: আমেরিকার পতাকা পোড়ানোকে বৈধ রাজনৈতিক অভিব্যক্তি হিসেবে সুপ্রিম কোর্ট স্বীকৃতি দিলেও এ অবস্থানের বিপক্ষে অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি এক নির্বাহী আদেশে সই করেন, যাতে পতাকা পোড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে বিচার করার সুযোগ পাবে জাস্টিস ডিপার্টমেন্ট।

ওভাল অফিসে সই করা ওই আদেশে ১৯৮৯ সালের টেক্সাস মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের ৫-৪ রায়কে স্বীকার করা হলেও বলা হয়, পতাকা পোড়ানোর ঘটনা যদি বেআইনি কর্মকাণ্ড উসকে দেয় বা উসকানিমূলক শব্দ ব্যবহারের সমতুল্য হয়, তবে বিচারের সুযোগ থাকবে।

উল্লেখযোগ্য বিষয় হলো, পতাকা পোড়ানোকে বৈধ রাজনৈতিক অভিব্যক্তি স্বীকৃতি দেওয়া পাঁচ বিচারপতির একজন ছিলেন প্রয়াত রক্ষণশীল বিচারপতি অ্যান্টোনিন স্ক্যালিয়া, যার প্রশংসা অতীতে বহুবার করেছেন ট্রাম্প।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমেরিকার পতাকা পোড়ানো এখন দাঙ্গার উসকানির পর্যায়ে পৌঁছেছে। কিছু মানুষ উন্মত্ত হয়ে পতাকা পোড়ায়, আর অন্যরা ক্ষোভ প্রকাশ করে। তার দাবি, এটি দেশে বিশৃঙ্খলা বাড়িয়ে তুলছে।