বিএনপির ফজলুর রহমানকে ৫ আগস্ট মন্তব্যের জেরে শোকজ

ফজলুর রহমানের ৫ আগস্ট মন্তব্যে বিতর্ক, বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল!

টুইট ডেস্ক: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থন সংক্রান্ত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার কারণে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রোববার (২৪ আগস্ট) কেন্দ্রীয় দপ্তর থেকে তাকে নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

ফজলুর রহমান গত বছরের ৫ আগস্টে শেখ হাসিনার পতনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠনগুলোকেই দায়ী করেছেন। তার ভাষায়, এটি কোনো সাধারণ রাজনৈতিক ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার মূল পরিকল্পনাকারী ‘কালো শক্তি’ জামায়াত।

সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে ফজলুর রহমান বলেন, ৫ আগস্টের আন্দোলন পরিচালনায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। তিনি দাবি করেন, এই সংগঠন দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের জন্য ষড়যন্ত্র করে আসছে।

তিনি বলেন, “যারা ৫ আগস্ট ঘটাইছে, কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামায়াতে ইসলাম, তাদের অগ্রগামী শক্তি হলো ইসলামি ছাত্রশিবির। সারজিস আলমরা, যারা ওই অভ্যুত্থানের অভিনয় করছে, তাদের আমি নেতা বলব না, অভিনেতা বলব। আলবদর, আল শামস, জামায়াতে ইসলাম—আমরা মনে করেছিলাম ৫৪ বছর পর পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে, কিন্তু তা হয়নি, বরং দ্বিগুণ আকারে এসেছে।”

ফজলুর রহমান আরও উল্লেখ করেন, জামায়াত চক্রান্ত করে দেশে প্রতিষ্ঠিত হয়েছে, এবং তাদের পেছনে রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র। তিনি বলেন, তারা এমন এক শক্তি হয়ে দাঁড়িয়েছে যার হাতে অর্থ-বিত্ত, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, হসপিটাল ও ছাত্রসংগঠন পর্যন্ত রয়েছে।

তিনি আরও বলেন, অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশের ক্ষমতাতেও এখন জামায়াতই প্রভাবশালী। তবে দলটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না, কারণ প্রধান প্রতিবন্ধক বিএনপি। ফজলুর রহমান দাবি করেন, জামায়াত টাকা-পয়সার মাধ্যমে তরুণ সমাজের একটি অংশকে প্রভাবিত করে এবং সারা দেশের এসিল্যান্ড, ইউএনও, পুলিশ ও প্রশাসন পর্যন্ত নিয়ন্ত্রণ বিস্তৃত করেছে।

তিনি বলেন, “কারণ ভোটের গোণায় আমরা আগে ছিলাম ৭%, এখন গেলে আরও ১% কমবে, মানুষ বুঝে ফেলেছে যে তারা হলো রাজাকারের বাচ্চা, এরা ৫৪ বছর পরও পূর্ব পুরুষের কুকীর্তি ভুলে নি, তারা প্রতিশোধ নিতে চায়।”

এই মন্তব্যের পর বিএনপি কেন্দ্রীয় দপ্তর তাকে শোকজ করেছে এবং যথাযথ কারণ দেখানোর জন্য লিখিত জবাব চেয়েছে।