সংঘাতের মধ্যেই জনসমক্ষে আরাকান আর্মি প্রধান

রাখাইনে প্রথমবারের মতো প্রকাশ্যে আরাকান আর্মি প্রধান

বিশ্ব ডেস্ক: মিয়ানমারের রাখাইন অঙ্গরাজ্যে প্রথমবারের মতো প্রকাশ্যে উপস্থিত হলেন আরাকান আর্মির (AA) প্রধান জেনারেল টুন মিয়াত নাইং। সশস্ত্র নিরাপত্তা বেষ্টনীর মধ্যে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন তিনি। চলমান সংঘাতের মধ্যেই এই উপস্থিতি রাখাইন রাজনীতিতে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

সাক্ষাৎকারে তিনি ঘোষণা দেন, এখন থেকে রাখাইন ও কাচিন অঙ্গরাজ্যের মধ্যে জনগণ অবাধে চলাচল করতে পারবে। উল্লেখযোগ্য বিষয় হলো—দুই অঙ্গরাজ্যই বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি ও কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (KIA)।

বিশ্লেষকদের মতে, এই ঘোষণার মাধ্যমে টুন মিয়াত নাইং শুধু তার জনসমর্থন প্রদর্শনই করলেন না, বরং রাখাইন ও কাচিনে AA ও KIA-এর পূর্ণ নিয়ন্ত্রণকে আন্তর্জাতিক মহলের সামনে স্পষ্টভাবে তুলে ধরলেন।