ডিসেম্বরে বিশ্বকাপ ড্র, প্রথমবার ৪৮ দলের আসর

ডিসেম্বরে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র

বিশ্ব ডেস্ক: বিশ্বকাপ ফুটবলের অপেক্ষা এখন শুধু কয়েক মাসের। আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সবচেয়ে বড় আসর। এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে চলতি বছরের ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ঐতিহাসিক কেনেডি সেন্টারে ড্র অনুষ্ঠানের মাধ্যমে। বিশ্বজুড়ে এক বিলিয়নেরও বেশি দর্শক সরাসরি এই আয়োজন দেখবেন টিভি পর্দায়।

এবারই প্রথম ৪৮ দল অংশ নেবে বিশ্বকাপে, ফলে ম্যাচ বেড়ে দাঁড়াবে ১০৪-এ—যা ফুটবল ইতিহাসে দীর্ঘতম ও সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে। দলগুলোকে ভাগ করা হবে ১২ গ্রুপে; প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল ও সেরা আটটি তৃতীয় স্থানধারী দল উঠবে নকআউটে।

ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ট্রাম্প একে “বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট” আখ্যা দেন। ইনফান্তিনো বলেন, “৪৮ দল, ১০৪ ম্যাচ—মানে ১০৪টি সুপার বোলের সমান।” অনুষ্ঠানে ট্রাম্প প্রতীকীভাবে ফাইনালের একটি বিশেষ টিকিটও হাতে নেন।