রাজশাহীতে ৫৩ বছরের পুরনো রকেট লঞ্চারের শেল নিষ্ক্রিয়
নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার পূর্ব ধোপাপাড়া গ্রামে ৫৩ বছর আগে ব্যবহৃত রকেট লঞ্চারের মরিচাধরা একটি শেল সফলভাবে নিষ্ক্রিয় করেছে রাজশাহী মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল।
শনিবার (২৩ আগস্ট) দুপুর ১টা ১৫ মিনিটে ধোপাপাড়ার হাফিজ মাস্টারের আমবাগানে এ অভিযান পরিচালিত হয়। আরএমপির বোমা ডিসপোজাল ইউনিটের এসআই (এবি) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি বিশেষ দল এ কাজ সম্পন্ন করে। এসময় পুঠিয়া থানার এসআই (নিঃ) মোঃ আব্দুল মান্নান সরকার সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, মরিচাধরা শেলটি লোহার তৈরি এবং প্রায় ১১ ইঞ্চি লম্বা। এটি থানায় দীর্ঘদিন ধরে সংরক্ষিত ছিল এবং আদালতের নির্দেশে নিরাপদ স্থানে নিয়ে এসে নিষ্ক্রিয় করা হয়। শেলটি বিস্ফোরণের সময় বিকট শব্দ ও আকাশে কালো ধোঁয়া দেখা গেলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পুঠিয়া থানার ইন্সপেক্টর আব্দুল মান্নান বলেন, “শেলটি আদালতের নির্দেশে আজ নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে।”
দীর্ঘদিনের ঝুঁকি অবসানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। তারা স্বস্তি প্রকাশ করে আইনশৃঙ্খলা বাহিনী ও বোমা নিষ্ক্রিয়কারী দলকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, শেলটি থানার জিডি নং ৮২৬, তারিখ: ২৭ মার্চ ২০১৩, পিআর নং ১৫/২০১৩ অনুযায়ী থানার মালখানায় সংরক্ষিত ছিল।