চীনে এসসিও সম্মেলনে পুতিন, এরদোয়ান ও মোদি
বিশ্ব ডেস্ক: চীনের তিয়ানজিন শহরে আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলন।
এ সম্মেলনে বিশ্বের ২০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নেবেন।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এবারের সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন।
এছাড়া এসসিওভুক্ত দেশগুলোর মধ্যে চীন, পাকিস্তান, ইরান, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তানের শীর্ষ নেতারাও অংশ নেবেন।
বিশ্লেষকরা বলছেন, ভূরাজনৈতিক টানাপোড়েন ও অর্থনৈতিক জোট গঠনের নতুন বাস্তবতায় এই সম্মেলন বিশেষ তাৎপর্য বহন করছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংকট, বৈশ্বিক জ্বালানি বাজার এবং দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নেতারা আলোচনায় বসবেন বলে ধারণা করা হচ্ছে।
চীনের আয়োজকত্বে অনুষ্ঠিত এবারের সম্মেলনকে ‘এশিয়ার কূটনৈতিক শক্তি প্রদর্শনের প্ল্যাটফর্ম’ হিসেবে দেখা হচ্ছে। অংশগ্রহণকারী দেশগুলো আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য, অবকাঠামো, জ্বালানি সহযোগিতা ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে যৌথ ঘোষণা দিতে পারে।