সুদের টাকার জন্য ঘরে তালা, পরিবারের মানবেতর জীবনযাপন
টুইট ডেস্ক: নোয়াখালীর হাতিয়া উপজেলার চরবগুলা গ্রামে একরাম হোসেন নামে রিকশাচালকের বসতঘরে সুদের টাকা না দেয়ার অভিযোগে তালা লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে গত আট দিন ধরে তাঁর স্ত্রী ও সন্তানরা খোলা বারান্দায় মানবেতর জীবনযাপন করছেন।
স্থানীয়রা জানান, একরাম তোফায়েল আহম্মদ নামের ব্যক্তির কাছ থেকে লাভের টাকার জন্য ঋণ নিয়েছিলেন। দারিদ্র্যের কারণে ধার্য পরিমাণ পরিশোধ করতে না পারায় তোফায়েল ঘরে তালা মেরে দেন। একরাম বলেন, তিনি ২০১৫ সাল থেকে মোট ১ লাখ ৮৬ হাজার টাকা পরিশোধ করেছেন, কিন্তু সুদের বোঝা সামলাতে পারছিলেন না। পরবর্তীতে তাকে জোরপূর্বক ৩ লাখ ৩৩ হাজার টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করানো হয়।
একরামের স্ত্রী অভিযোগ করেন, বৃষ্টির মধ্যে সন্তানদের নিয়ে রাত কাটাচ্ছেন, স্থানীয়দের কাছে সাহায্য চাওয়া হলেও কেউ এগিয়ে আসেনি। স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম এ ঘটনা মানবিকভাবে অমানবিক বলে উল্লেখ করেন।
তোফায়েল আহমেদ দাবি করেন, তিনি ঘরে তালা দিয়েছেন কারণ টাকা দিতে না আসায় কাউকে ঘরে পাননি, টাকা পরিশোধ করলে তালা খুলে দেবেন। চরকিং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাঈম উদ্দিন জানান, সুদের টাকার জন্য বসতঘরে তালা দেওয়া আইনত অপরাধ, তিনি চৌকিদার পাঠিয়ে তালা খুলে দেওয়ার ব্যবস্থা করছেন।