কলকাতা সফরে এসে বাংলাদেশিদের জন্য যে সুখবর দিলেন মোদি
টুইট ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার (২২ আগস্ট) সংক্ষিপ্ত সময়ের জন্য কলকাতায় এসে বাংলাদেশি পর্যটকদের জন্য সুখবর দিয়েছেন। তিনি বলেন, কলকাতা বিমানবন্দর থেকে মেট্রো ব্যবহার করে বাংলাদেশি পর্যটকরা আর ট্যাক্সি চালকদের হয়রানির শিকার হবেন না। বিমানবন্দর থেকে মেট্রোর মাধ্যমে যাত্রা খরচ হবে মাত্র ৫ টাকা থেকে সর্বোচ্চ ৭০ টাকা, এবং পছন্দের গন্তব্য নিউমার্কেট, স্প্ল্যানেড, হাওড়া ও শিয়ালদহ স্টেশনে পৌঁছানো যাবে।
মোদি এই সফরে অনুপ্রবেশকারীদের নিয়েও কঠোর বার্তা দেন। তিনি বলেন, অনুপ্রবেশকারীরা যুবাদের চাকরি, পরিকাঠামো উন্নয়ন ও আদিবাসীদের জমি দখল করছে এবং তাদের দেশে থাকতে দেওয়া হবে না। তিনি তৃণমূল কংগ্রেস এবং ইন্ডিয়া জোটকে এর জন্য দায়ী করেছেন।
সফরে মোদি কলকাতায় তিনটি মেট্রো রুট উদ্বোধন করেন এবং দমদম সেন্ট্রাল জেলের মাঠে ‘পরিবর্তন সংকল্প যাত্রা’ সভায় শাসক দলের দুর্নীতি, অনুপ্রবেশ, লোকসভায় ১৩০তম সংবিধান সংশোধনী বিলসহ বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করেন। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই সফরের রাজনৈতিক গুরুত্ব রয়েছে।