রাষ্ট্রীয় সংস্কার না করে কোনো নির্বাচন হবে না : নুরুল হক

টুইট ডেস্ক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, পুরাতন ব্যবস্থার মাধ্যমে নতুন রাষ্ট্র গঠন সম্ভব নয়, তাই নির্বাচনের আগে রাষ্ট্রীয় সংস্কার প্রয়োজন। তিনি শুক্রবার যশোর জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, “রাষ্ট্র পুনর্গঠন না করে কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই এক। যারা সাপের মতো ফনা তোলার চেষ্টা করবে, সাধারণ মানুষ সেই ফনা ভেঙে দেবে।”

মুন্সি মেহেরুল্লাহ ময়দানে অনুষ্ঠিত এই সমাবেশে ১৮-এর কোটা সংস্কার থেকে শুরু করে ২৪-এর রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের গুরুত্ব তুলে ধরা হয়। নুরুল হক নুর বলেন, বাংলাদেশে বিশ্ববাজারে পণ্যের দাম কমলেও দাম না কমার পেছনে দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও ক্ষমতার লোভ দায়ী। তিনি আরও বলেন, “গত ১৬ বছর ধরে শেখ হাসিনা একা দেশ শাসন করেছেন। কিন্তু শেষ বেলায় দেশের সাধারণ মানুষ তাদের প্রতিহত করবে। আওয়ামী লীগ আর গ্রহণযোগ্য নয়।”

সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান আল মামুন ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল বক্তব্য দেন। জেলা কমিটির সভাপতি বিএম আশিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন রাশিদুর রহমান নিউটন।