এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি

টুইট ডেস্ক: এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের জন্য লিটন দাসকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (২২ আগস্ট) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলে ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান, সাইফ হাসান, নাসুম আহমেদসহ ১৬ জন। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদকে। নাইম শেখ এ দলে নেই।

বাংলাদেশের স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ তামিম, ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, শরিফুল ইসলাম, সাইফ উদ্দিন।

আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ, যা ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এশিয়া কাপের আগে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সিরিজের প্রথম ম্যাচ ৩০ আগস্ট সিলেটে, এরপর ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে পরবর্তী দুই ম্যাচ। সিরিজ শেষেই টাইগাররা এশিয়া কাপের জন্য আমিরাতের পথে যাবে।