থানা হাজতে যুবকের মৃ’ত্যু

টুইট ডেস্ক: কক্সবাজারের চকরিয়া সরকারি উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর দুর্জয় চৌধুরী (২৭) থানা হাজতে অকাল মৃত্যুর শিকার হয়েছেন।

দুর্জয়ের বিরুদ্ধে চেক জালিয়াতি ও ২ লাখ ৮৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানম। বৃহস্পতিবার বিকেলে ওই যুবককে একটি কক্ষে আটক রাখা হয়। পরে সন্ধ্যায় প্রধান শিক্ষক তাঁকে সঙ্গে নিয়ে থানায় যান এবং পুলিশের কাছে মামলা দায়েরের পর দুর্জয়কে হস্তান্তর করেন।

শুক্রবার ভোর চারটার দিকে পুলিশ থানা হাজত থেকে দুর্জয়ের লাশ উদ্ধার করে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, দুর্জয় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানম দাবি করেন, দুর্জয়ের সঙ্গে কোনো খারাপ আচরণ হয়নি, তিনি থানা হাজতে আত্মহত্যা করেছেন।