গত ২৪ ঘণ্টায় ১৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
টুইট ডেস্ক: স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৭৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকায় ৪১ জন, ঢাকার বাইরে ২৫ জন, চট্টগ্রামে ২৩ জন, বরিশালে ২৯ জন, খুলনায় ১০ জন, রাজশাহীতে ১৪ জন, রংপুরে ২৭ জন এবং ময়মনসিংহে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে মোট ২৭,৯৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে এখন পর্যন্ত ১১০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৬৪ জন পুরুষ ও ৪৬ জন নারী।