চাঁদাবজি ও লুটপাটের রাজনীতি বন্ধ করতে পিআর পদ্ধতি জরুরি: মুজিবুর রহমান
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দেশ থেকে চাঁদাবজি ও লুটপাটের রাজনীতি বন্ধ করতে পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে নির্বাচন করা ছাড়া বিকল্প নেই।
শুক্রবার রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত দেড় দশক ধরে স্বৈরশাসক শেখ হাসিনা দেশের মানুষকে জিম্মি করে তাদের ভোটাধিকার হরণ করেছেন। “আমার ভোট আমি দেবো, তোমার ভোটও আমি দেবো”—এই একদলীয় স্বৈরশাসনের নীতি ছিল। তবে জনগণ আজ মুক্ত।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. কেরামত আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম।